তিলক রায় টুলু, শ্যামগঞ্জ থেকে
ময়মনসিংহ -নেত্রকোনা মহাসড়কে মোজারদি নামক স্থানে বালু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই রবিউল (২২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ জানুয়ারি রাত আনুমানিক সারে ৮ টার দিকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মোজারদি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত রবিউল বি-বাড়িয় জেলার নবিনগর উপজেলার টিয়ারা গ্রামের রেজাউল করিমের ছেলে।
পুলিশ সুত্রে জানাযায় ময়মনসিংহ থেকে রবিউল একটি বিস্কুট বেকারীর ভ্যান কাশিগঞ্জ নিয়ে আসার পথে তারাকান্দা উপজেলার মোজারদি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ভ্যান চালক রবিউল ট্রাকের পিছনের চাকায় পড়ে রাস্তায় পিষ্ট হয়ে যায়।
দূর্ঘটনার পর পর উত্তেজিত জনতা ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক দেড় ঘন্টা সময় অবরোধ করে রাখে। খবর পেয়ে শ্যাামগঞ্জ হাইওয়ে পুলিশ, কোতোয়ালী থানা পুলিশ ও তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ লাশ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।