মহানবী (সা:) কে নিয়ে ফেইসবুকে বিভিন্ন জনের পোস্টে কটুক্তিকারী ছাত্রলীগ নেতা কলমাকান্দা উপজেলার সুপ্ত সাহা অনিককে আটক করেছে নেত্রকোনার পুলিশ। শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বুধবার এগারোটার সময় আটক করে পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, আটক সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগে ২০২৩ সনে সহ সভাপতি ছিলেন। অনিক নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সুনীল সাহার ছেলে।
তিনি বিভিন্ন সময়ে ফেইসবুক পোস্টের কমেন্টে কটুক্তি করে মহানবীকে অবমাননা করে। এর পরিপ্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসুল্লিগণ বিভিন্ন সময়ে বিক্ষোভ কর্মসূচি করেছে। গত ২৮ ফেব্রæয়ারী শহরের বড় বাজার এলাকায় খেলাফত আন্দোলনের উদ্যোগে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবীতে বড় একটি জমায়েত হয়।
এছাড়াও বিভিন্ন সময়ে মুসুল্লিরা তাকে আটকের দাবী জানিয়ে আসছিলো। তাকে আটকের ঘটনায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদী হয়ে মহানবীকে কটুক্তি করার অপরাধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
এদিকে মামলার বাদী গাজী আব্দুর রহিম জানান, এই অনিক ইস্কন সদস্য। মহানবীকে নিয়ে এমন কুটুক্তির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পেছনে বড় কোন ষড়যন্ত্র থাকতে পারে শঙ্কা করে তিনি তাকে রিমান্ডে নেয়ার দাবী জানায়।