মাজার থেকে ফেরার পথে নেত্রকোনার আটপাড়ায় ট্রাক চাপায় আয়নাল হক (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।
এসময় আরও তিনজন আহত হয়েছেন। তারা সকলেই ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গভীর রতে নেত্রকোনা মদন সড়কের আটপাড়া উপজেলাধীন খাজান্তি নামক স্থনে ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আয়নাল হক মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম সাজুর ছেলে।
আহতরাও একই এলাকার বাসিন্ধা বর্তমান ইউপি সদস্য আব্দুল্লাহ (৩৫), হেলিম মিয়া (৫৫) ও জুয়েল (৩৮)।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলার মদনপুর শহ সুলতান কমর উদ্দিন রুমী (রহ:) মাজারে আসেন জেলার বিভিন্ন এলাকার মাজার ভক্তরা।
মদন থেকেও কয়েকজন অটোরিকশাযোগে অসেন। রাতে বাড়ি ফেরার পথে আটপাড়াস্থ খাজান্তি নামক স্থানে ট্রাকের চাড়ায় অটেরিকশার সকল যাত্রী আহত হন।
স্থানীয়সহ সহকর্মীরা আহতদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
অন্যদের মধ্যে তিনজনকে ময়মমনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। এদিকে স্বজনরা রাতেই আয়নালের লাশ বাড়িতে নিয়ে যায়।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খাজান্তি এলাকায় একাটি যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হলে রাস্থায় টহলরত পুলিশ তাদেরকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। একজন মারা গেলে পুলিশকে না জানিয়ে লাশ নিয়ে যায়।