সোহান আহমেদ:
মাদক বিষয়ে হই সচেতন, বাচাই প্রজন্ম, বাচাই জীবন, এই স্লোগানকে সামনে রেখে, নেত্রকোনায়
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান। এ সময় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ আরো অনেকেই।
এ সময় জেলায় মাদকের ব্যবহার, পাচার বন্ধ সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।