রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
27.1 C
Netrakona
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
মূলপাতানেত্রকোনার সংবাদমাদ্রাসা ছাত্র রাকিবের বাড়িতে শুধুই আহাজারি

মাদ্রাসা ছাত্র রাকিবের বাড়িতে শুধুই আহাজারি

আল নোমান শান্ত, দুর্গাপুর থেকে

পরিবারের আদরের সন্তান রাকিব হোসেন (১৬)। মায়ের জন্য ঔষধ কিনে ফেরার পথে দূর্ঘটনায় হারিয়েছে প্রাণ। তার মৃত্যুর শোকে স্তব্ধ হয়ে উঠেছে গ্রাম।

এদিকে সন্তান হারিয়ে থামছে না মা-বাবার আহাজারি। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে রাকিব।

সাত ভাই ও এক বোন নিয়ে মোট আটজনের মধ্যে রাকিব ছিল ছয় নম্বর। সে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করত বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, রাকিব মাদ্রাসা থেকে ছুটি পেয়ে গত বৃহস্পতিবার বাড়ি এসেছে। মঙ্গলবার সকালে মায়ের জন্য ঔষধ আনতে ময়মনসিংহে যায় সে।

ঔষধ কিনে বিকেলে সিএনজিতে বাড়ি ফেরার পথে তাদের সিএনজিতে একটি পাথবাহী ট্রাকের ধাক্কায় অপর এক সিএনজি যাত্রীর সাথে প্রাণ হারায় রাকিব। নিথর দেহ ফিরে বাড়ি।

এদিকে সন্তানের এমন মৃত্যুতে বার বার মূর্ছা যাচ্ছেন মা-বাবা। স্বজনদের আহাজারি যেন থামছেই না। প্রতিবেশীরা কেউ দেন সান্ত্বনা, কেউ ফেলেন চোখের পানি।

নিহত রাকিবের মামাতো ভাই উমর ফারুক জানান, গত রাতে রাকিবের নিজ বাড়ি পাবিয়াখালী পৌঁছায় মরদেহ।

বুধবার সকালে দাফন কাজ সম্পন্ন করা হয়। তিনি বলেন, তার মায়ের জন্য ঔষধ কিনে বাড়ি ফিরছিলো রাকিব। কিন্তু ঘটে গেল এই মর্মান্তিক দুঘটনা।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ মিয়া বলেন, এমন মৃত্যু খুবই বেদনাদায়ক। রাকিবের সঙ্গে আরও একজন মারা গেছেন।

তার বাড়ি অন্য স্থানে। বুধবার সকাল নয়টার দিকে এলাকার মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রাকিবের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments