হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়ায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বধ্যভুমির স্মৃতি ফলক চিরঞ্জীব উদ্বোধন করেন,স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয় সম্পাদক অসীম কুমার উকিল। এসময় তিনি বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।
এছাড়াও তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল অন্ন, বস্ত্র,শিক্ষা,চিকিৎসা,বাসস্থানের ব্যবস্থা করা তাহলেই আমরা সবাই মিলে ভালো থাকবো। এই কথা গুলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গিয়েছিল। তাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস কার্যালয় সংলগ্ন মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বধ্যভুমির স্মৃতি ফলক চিরঞ্জীব উদ্বোধন শেষে উপরোক্ত কথা গুলি এমপি অসীম কুমার উকিল বলেন। এছাড়াও একই দিন তিনি,কেন্দুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন,উপজেলার দলপা ইউপির দৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো.মইনউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইয়া কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি,বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।