বিশ্বব্যাপী ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।যা ১৯৭৫ সাল থেকে প্রতি বছর উদযাপিত হয়ে আসছে।
লিঙ্গ বৈষম্য দূরীকরণ, নারীর প্রতি সম্মান এবং সমানাধিকারের বার্তা ছড়িয়ে দিতে এই দিবসটি পালন করা হয়।
২০২৫ সালের নারী দিবসের প্রতিপাদ্য ছিল “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”।
এই স্লোগানে পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের উদ্যোগে ৯ মার্চ ২০২৫ তারিখে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহাড়ি ইউনিয়নের মামুদপুর লতা নারী দলের উদ্যোগে উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), নেত্রকোনার প্রোগ্রাম অফিসার, এস.এম.এ সেলিম।
আলোচনা সভায় তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হলে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে কীভাবে আইনি ও চিকিৎসা সহায়তা পাওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে নারী দলের সদস্যদের বিনোদনের জন্য হাড়ি ভাঙা খেলার আয়োজন করা হয়।
যা উপস্থিত সবার জন্য আনন্দের মুহূর্ত হয়ে ওঠে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।