মোঃ রফিকুল ইসলাম,
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সোয়েল-কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোয়েলের বিরুদ্ধে মাদক ও চুরিসহ আরও ১৩টি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন রয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তাকে পৌর শহরের টেংগাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সোয়েল মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার মৃত মঞ্জু মিয়ার ছেলে।পুলিশ জানায়, সোয়েল একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে চুরি ও মাদকের আরও ১৩টি মামলা রয়েছে।
২০১৭ সালে করা মাদকের একটি মামলায় গত বছরের শেষের দিকে সোয়েলকে দুই বছরের সাজা দেন আদালত। তারপর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদে গত মঙ্গলবার রাতে টেংগাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আমিনুল ইসলাম বলেন, বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে।