রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ ক্রেতাদের হয়রানি বন্ধে মোহনগঞ্জ উপজেলায় সাধারণ ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় সভা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে উপজেলার বাজারে যোবেদা কমপ্লেক্সে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাজারের প্রবীণ ব্যবসায়ী কামাল ভূইয়ার সভাপতিত্বে সভায় বাজার নিয়ন্ত্রণ রাখতে বক্তব্য রাখেন জেলার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো শাহ আলম।
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক মত বিনিময়ে উপজেলার ৭০ জন ব্যাবসায়ী অংশ নেন।
এসময় ভোক্তাদের কথা বিবেচনায় রেখে মো. শাহ আলম ব্যাবসায়ীদের উদ্দ্যেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো হাবিলউদ্দীন ও মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার প্রায় সকল শ্রেণির ব্যবসায়ী প্রতিনিধিগণ।