Wednesday, November 13, 2024
মূলপাতাঅন্যান্যমোহনগঞ্জে স্বর্ণের দোকানিকে কুপিয়ে স্বর্ণ-টাকা ছিনতাই

মোহনগঞ্জে স্বর্ণের দোকানিকে কুপিয়ে স্বর্ণ-টাকা ছিনতাই

সাইফুল আরিফ জুয়েল

নেত্রকোনার মোহনগঞ্জে সুজন দত্ত (৪৩) নামে এক স্বর্ণের দোকানিকে কুপিয়ে জখম করে টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সময় তার সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার নিয়ে যায় ছিনতাইকারী। ঘটনাস্থল থানা থেকে ৩৫০-৪০০ গজ দূরে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এরআগে সোমবার রাত সোয়া নয়টার দিকে পৌরশহরের মার্কাজ এলাকায় এ ঘটনা ঘটে।

সুজন দত্তের মোহনগঞ্জ পৌরশহরের পোদ্দার পট্টিতে ‘দত্ত শিল্পালয় এন্ড জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। সুজন দত্তের বাসা শহরের মার্কাজ এলাকায়।

ভুক্তভোগী ব্যবসায়ী সুজন দত্ত জানান, সোমবার রাত সোয়া নয়টার সময় বাসায় ফেরার পথে চা পাতি হাতে এক ব্যক্তি আমার ওপর হামলা চালায়।

হামলাকারী রেইনকোট পরিহিত ছিল। মুখে মাস্ক লাগানো ছিল। চা পাতি দিয়ে হাতে কুপ দিয়ে আমার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তার সাথে ধস্তাধস্তি হয়। পরে আবার শরীরে কুপ দিলে ব্যাগ ছেড়ে দিয়ে চিৎকার করি। আশপাশের লোকজন চলে এলে ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। তবে এলাকার লোকজন ওই ছিনতাইকারীকে চিনতে পেরেছে বলে জানিয়েছে। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছি। কাটা স্থানে ১০-১২টি সেলাই লেগেছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে সন্দেহজনক ছিনতাইকারীকে ধরতে অভিযান চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য- গত শুক্রবার থানার ২০০ গজ দূরে ঝলমল সরকার নামে এক ব্যবসায়ীকে একই কায়দায় ছুরিকাঘাত করে ১ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। তবে আজও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments