দুর্যোগের পূর্বাভাস ও প্রস্তুতি জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা জনগণের মাঝে তুলে ধরার জন্য প্রতি বছরের মতো এবারও ১০ মার্চ ২০২৫ ইং তারিখে সারা দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”।
এরই ধারাবাহিকতায় পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল কর্তৃক ১১ মার্চ ২০২৫ ইং তারিখে নেত্রকোনা জেলার মদন উপজেলার বিবরিকান্দি গ্রামে উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের মাধ্যমে একটি আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও মহড়ায় বিবরিকান্দি গ্রামের দোয়েল নারী দলের সকল সদস্য এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মদন স্টেশনের অফিসার মো: জমিয়ত আলি। তিনি অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। আলোচনা সভা শেষে গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর একটি বিশেষ মহড়া প্রদর্শন করা হয়।
এতে উপস্থিত জনগণ বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান এবং অগ্নিকাণ্ড মোকাবিলার সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন হন।