মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতা রোধে সচেতনতামূলক প্রচার অভিযান চালায় স্বেচ্ছাসেবীরা
পরপর দুইবার দুষ্কৃতিকারীদের হামলার শিকার হওয়া নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকা রুটের আন্ত:নগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীদের সতর্কতায় সচেতনতা মাইকিং করেছে স্বেচ্ছাসেবকরা।
ইতিমধ্যে ট্রেনটি হামলার শিকার হয়ে বেশকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছেন মোট পাঁচজন।
প্রতিদিনের মতো মোহনগঞ্জ এক্সপ্রেস রাত ১১ টায় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আজ মঙ্গলবার ছেড়ে যাওয়ার আগেই রাত দশটা থেকে ১১ টা পর্যন্ত যাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে এবং নাশকতা রোধে স্থানীয় স্বেচ্ছাসেবীরা কর্তব্যরত স্টেশন মাস্টার এবং পুলিশ ফাঁড়ির আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে ট্রেনে নাশকতা প্রতিরোধে এই সচেতনতামূলক মাইকিং করে।
তবে অন্যান্য দিনের তুলনায় ট্রেনে যাত্রী সংখ্যা ছিল খুবেই কম।
যাত্রীরা স্বেচ্ছাসেবীদের এমন উদ্যোগেকে সাধুবাদ জানিয়েছে।
স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন সূর্যমুখী থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান হানিফ, ছাত্রনেতা মমিন হোসেন, আলী মাহমুদ, রফিকুল ইসলাম রফিক, তানভীরসহ অনেকেই এই কার্যক্রম পরিচালনা করে। হাবিবুর রহমান হানিফ জানান, আমরা আমাদের জায়গা থেকে মানুষের কল্যাণে দেশের স্বার্থে যতটুকু পারি করে যাচ্ছি। আমাদের সবাইকে সচেতন হতে হবে এই দেশটা আমাদের সবার। এই দেশের মানুষ আমরা ভিন্ন কোন গ্রহের না।
মানুষ মেরে রাজনৈতিক ফায়দা নেওয়া এটা কোন মানুষের কাজ না। যারা এই কাজ করেছে তারা পাকিস্তানের প্রেতাত্মা। মানুষ নামের অমানুষ।