দুর্গাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে কে›ন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপি’র পক্ষ থেকে অন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেয়া হয়েছে। দেশের মানুষ প্রত্যাশা করছে যৌক্তিক সময়ের অর্থ বুঝে তারা যৌক্তিক সময়েই নির্বাচন দিবেন। যেনো জনগণের ক্ষমতা জনগণের হাতে, জনগণ দারাই নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা যায়।
শনিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে বন্যা কবলিত ইউনিয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এই অন্তর্র্বতীকালীন সরকার যদিও জনগণ দারা নির্বাচিত নয়। কিন্তু রাজনৈতিকভাবে সমস্থ ক্রিয়াশীল রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থনের এই সরকার। অর্থাৎ এই সরকারের প্রতি প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থন আছে।
গত ১৬ বছর বিএনপি নেতৃত্বে যে ফ্যাসিবিরোধী আন্দোলন হয়েছে এবং ছাত্র জনতার অভ্যুত্থানেই বর্তমানে এই সরকার। গত ১৬ বছর ফ্যাসিস্ট রেজিম এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। এদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে গ্রাম বাংলা ও শহরের আনাচে-কানাচে মানুষের রক্ত চুষে খেয়ে নিয়েছিলো।
আমরা বিএনপি সেই রাজনীতির আমুল পরিবর্তন এনে মানুষের ক্ষমতা নিশ্চিত করতে চাই। আমাদের পক্ষ থেকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে চাই। সেই লক্ষ্য নিয়েই এই ফ্রি মেডিকেল ক্যাম্প। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় মানবতার কল্যানে বিভিন্ন কাজ করে আসছি।
উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার রোগাক্রান্ত অসহায় মানুষেরা সকাল থেকে দুপুর পর্যন্ত ১৭ জন রেজিস্্েরটশন করেন। ড্যাবের বিভিন্ন বিভাগের ২৯ জন বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী রোগী দেখে পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যাবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ ও হতদরিদ্র রোগীরা বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ঔষধ পাওয়ায় তারা অনেক খুশি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি আহবায়ক ফরিদ আলী, সদস্য সচিব হারেছ গনিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।