বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
25.2 C
Netrakona
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
মূলপাতাঅন্যান্যযৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মোঃ রফিকুল ইসলামনে

ত্রকোনার মোহনগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামী সাজমুল হোসাইনের বিরুদ্ধে।


পরে স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে গৃহধূর স্বামী, দেবর, ননদ ও শ্বশুর-শাশুরিস ৬ জনকে আসামি করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ মার্চ) মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বাহাম গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। অভিযুক্ত সাজমুল হোসাইন (৩৫) মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের নুরনবীর ছেলে। সাজমুল ও ভুক্তভোগী গৃহবধূর তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২০ সালে পারিবারিকভাবে ভুক্তভোগী নারী ও সাজমুলের বিয়ে হয়। সাজমুল দীর্ঘ বছর ধরে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। বিয়ের পর থেকে ৫ লাখ টাকা যৌতুকের জন্য গৃহবধূকে চাপ দিতে শুরু করেন। দরিদ্র বাবা-মায়ের কাছ থেকে এরমধ্যে বেশকিছু টাকা এনে দিয়েও স্বামীর মুখ বন্ধ করতে পারেননি ওই গৃহবধূ।

এক পর্যায়ে ঢাকায় গিয়ে স্বামীর সঙ্গে পোশাক কারখানায় চাকরি শুরু করেন তিনি। চাকরির সব টাকা সাজমুলের হাতে তুলে দিলেও নিয়মিত যৌতুকের নির্যাতন চলতেন তিনি।
এদিকে সাজমুলের অন্য মেয়ের সঙ্গে চলা পরকীয়া সম্পর্কে বাধা দিলে ভুক্তভোগীর ওপর নির্যাতন বেড়ে চলে। সেই সঙ্গে চাপ বাড়ে যৌতুকের। গত মঙ্গলবার যৌতুকের জন্য চাপ দিলে এতে অস্বীকৃতি জানান ওই গৃহবধূ।

তখনই তাকে বেধড়ক পেটানো শুরু করেন সাজমুল। মারধরে অংশ নেন দেবর, ননদ, শ্বশুর, শাশুড়িসহ পরিবারের সবাই। এক পর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments