Thursday, December 5, 2024
মূলপাতাঅন্যান্যবারহাট্টায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

বারহাট্টায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা-বারহাট্টা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের বাহাট্টায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সহ এক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মানিক (৪০) নামের ব্যবসায়ীর কাছ থেকে ১২৪২ পিস ইয়াবা জব্দ করা হয়। শুক্রবার সকালে (৮ নভেম্বর) বারহাট্টা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে যৌথবাহিনীর বসানো চেকপোস্টে অভিযান পরিচালনাকালে মোটরসাইকেল আরোহী ওই মাদক ব্যবসায়ী হাতেনাতে আটক হন। পরে আটকৃতকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২ টায় নেত্রকোনা সেনা বাহিনীর ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দায় প্রেরিত বার্তায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশিাচত করেছেন।
এতে উল্লেখ করেন, মোহনগঞ্জ ক্যাম্প হতে নিয়মিত টহল পরিচালনা করা হয়। বারহাট্টায় সেনাবাহিনীর টহল কমান্ডার কর্পোরাল আইয়ুব এর নেতৃত্বে যৌথ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করার সময় ১২৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩,১০,০০০ (তিন লক্ষ দশ হাজার) টাকা।
এসময় ইয়াবা পরিবহনের দায়ে মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ী মোহনগঞ্জ উপজেলার কালাচান মিয়ার ছেলে মানিককে ঘটনাস্থল হতে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জানায়, মাদকের চালান নিয়ে ময়মনসিংহ হতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীকে বারহাট্টা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান জানান, সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযান এটি। এসময় মাদকসহ আটক হয় ওই ব্যবসায়ী। আটকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মামলা পরবর্তীতে কোর্টে চালান করা হবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments