নেত্রকোনায় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা শেষে সকলকে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
কেক কাটা ও আলোচনা সভায় সাংবাদিক সুশীল সমাজ সরকারি বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ অতিরিক্ত জেলা প্রশাসকগণ, প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিয়ে বিশাল একটি কেক কাটেন। পরে প্রধানমন্ত্রীর নানা উদ্যোগে সাধারণ মানুষের আত্মতৃপ্তির বিষয়গুলো উঠে আসে আলোচনায়।
এসময় ভূমিহীনদের ভূমি প্রদানসহ নিন্মবিত্তের জন্য টিসিবি পন্য সহজলভ্যতা ও দুর্যোগ কালীন নানা উদ্যোগকে প্রধানমন্ত্রীর এমন যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করা হয়।