সোমবার, জুন ২৩, ২০২৫
27.6 C
Netrakona
সোমবার, জুন ২৩, ২০২৫
মূলপাতাঅন্যান্যরেলওয়ে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি প্রশাসনের আশ্বাস

রেলওয়ে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি প্রশাসনের আশ্বাস

নেত্রকোনায় রেল লাইনের অবৈধ উচ্ছেদ নিয়ে মাইকিং হওয়ায় আজ বুধবার বিকালে রেলওয়ের জায়গায় বসবাস করা হরিজন পল্লীর শতাধিক নারী পুরুষ বিক্ষোভ করে।
তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। তারা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করেছে।
এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এক অটোরিকশা রিকশা প্রতিবাদ করলে হরিজন সম্প্রদায় তাকে ধরে নিয়ে শাসায়। সেইসাথে সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলে।আন্দোলন চলমান। সময় মোবাইল ফোনের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেকে বসে আগামী ১৪ দিনের সময় বেধে দিয়ে বলেন যারা বৈধ কাগজ পত্র দেখাতে পারবে তাদের স্থাপনা উচ্ছেদ করা হবে না।
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মাহমুদ হোসাইন রাজু জেলা প্রশাসনের পক্ষে তাদেরকে আশ্বস্ত করে বলেন, রেলওয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে পেছেনোর ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে বৈধতা দেখানোর জন্য বলেছেন।
বিভিন্ন দলে দলে আসা লোকজনকে সন্ধ্যা সাড়ে সাতটায় বিদায় করে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, কোন গরীব মানুষকে উচ্ছেদ করবে না সরকার। অবৈধ স্থাপনা রেলের জায়গায় থাকলে সেটিত বিপজ্জনক। কাজেই অবৈধগুলোতে অভিযান চলবে।
এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments