সোহান আহমেদ:
হোটেল রেস্টুরেন্টে পঁচা বাসি খাবার বিক্রি বন্ধে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে জেলা জন উদ্যোগের আয়োজনে পৌরসভার সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা জন উদ্যোগের সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাংবাদিক আলপনা বেগম, কামাল হোসেন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, জেলা শহরের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে পঁচা বাসি খাবার বিক্রি বন্ধে জরুরী ভিত্তিতে ব্যাবস্থা নেয়ার জোর দাবি জানান। মানববন্ধনে পৌর শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া দত্ত মার্কেট এলাকায় হাজি বিরিয়ানী হোটেলের খাবার খেয়ে সাংবাদিকসহ ৪০ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেলটিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।