দেশব্যাপী প্রতিভা অন্বেষণ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে নেত্রকোনার মেয়ে প্রযুক্তা সেন অথৈ। লোকনৃত্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় ৬৪ জেলা ও নগরসহ ৬৫ জেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় নেত্রকোনাবাসী অত্যন্ত গর্বিত হয়েছে।
গত ১ আগস্ট ফেইসবুক পোষ্ট এর মাধ্যমে জেলার সকল মানুষ অভিনন্দন জানাচ্ছে এই গুনীকে। সাধারণ নৃত্য খ বিভাগে নেত্রকোনাকে দেশের সামনে তুলে ধরায় অভিনন্দনে ভাসছে অথৈ সহ তার পরিবার। বাবা মায়ের দুই কন্যার মধ্যে প্রথম প্রযুক্তা সেন অথৈ।
অথৈ নেত্রকোনা শহরের কনা রায় চৌধুরী ও চন্দন কুমার সেনের বড় মেয়ে। সে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। জানা গেছে গত ৩১ জুলাই ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে পুরস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
জাতীয় পর্যায়ে এমন পুরস্কার পেয়ে উৎসাহিত হয়ে অথৈ জানায় তার ইচ্ছা সে বড় হয়ে দেশের একজন খ্যাতিমান শিল্পী হবে। এই পুরস্কারে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক গুণে। এতে তার আরও কয়েক ধাপ এগিয়ে যাওয়ার একটি সূচনা হয়েছে।
এদিকে সন্তানের এমন সাফল্যে গর্বিত বোধ করছে মা কনা রায় চৌধুরী। তিনি জানান, একটি শিশুকে এ পর্যায়ে নিতে অনেক গুলো ধাপ পেরুতে হয়েছে। প্রত্যেকটা ধাপের জন্য কঠোর পরিশ্রম এবং একাগ্রতা ছিলো মেয়ে সহ অভিভাবক শিক্ষক সকলের। তিনি মনে করেন প্রতিটি মানুষ তাদের সন্তানদের সময় দিলে এবং সেই সন্তানরা যেইটাতে কমফোর্ট ফিল করে সেটি উন্মুক্ত রাখলে শিশুরা পড়াশোনার পাশাপাশি বাড়তি প্রতিভার অধিকারী হয়। সেইসাথে মানসিক ভাবে শিশুরা বেড়ে ওঠে।