নেত্রকোনায় হাবিবুর রহমান খান নামের এক কৃষকের গোয়াল ঘরে আগুনে পুড়লো ঘরসহ চারটি গরু। জেলা সদরের মেদনি ইউনিয়নের পশ্চিম উলুয়াটি গ্রামে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার এস আই আব্দুল্লাহ আল ফাহাদ ক্ষতিগ্রস্থ কৃষকের বাড়ি পদির্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির বসত ঘরের অদূরে গোয়াল ঘরে কে বা কারা আগুন দেয়। এতে করে গরুর ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। সেইসাথে চারটি গরু অগ্নিদগ্ধ হয়। সকালে ওঠে গরুগুলোকে নিয়ে পশু হাসপাতালে গেলেও দুটি গরুর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে শত্রুতা করে গোয়াল ঘরে পরিকল্পিত ভাবে কেউ আগুন দিয়েছে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক হাবিবুর রহমানের ভাই মারুফ হায়াত খান জানান, আনুমানিক ১২ থেকে ১৩ লাখ টাকার গরু, ঘর এবং খড়ের ক্ষতি সাধিত হয়েছে। এমন জঘন্য কাজটি যে বা যারা করেছে তাদের শাস্থি দাবী করেন তিনি।
এদিকে শুক্রবার সকালে খবর পেয়ে নেত্রকোনা সদরের মডেল থানার এস আই আব্দুল্লাহ আল ফাহাদ জানান, দেখে এসেছি। তবে আগুনের ধরন দেখে মনে হচ্ছে কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়ে থাকতে পারে ক্ষতি করার জন্য। তবে বিষয়টি পুলিশ ক্ষতিয়ে দেখছে বলেও জানান।