Tuesday, January 14, 2025
16.8 C
Netrakona
মঙ্গলবার, ১৪, জানুয়ারি, ২০২৫
মূলপাতানেত্রকোনার সংবাদশেষ হল দুদিন ব্যাপী নিমকো-ডিডব্লিউ একাডেমির প্রশিক্ষণ কর্মশালা

শেষ হল দুদিন ব্যাপী নিমকো-ডিডব্লিউ একাডেমির প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক

জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউট আয়োজিত দেশের ২৬ টি জেলার স্থানীয় পর্যায়ের পত্রিকার সম্পাদক প্রকাশকদের অংশগ্রহণে শেষ হল দুদিনব্যাপী ‘কনসালটেশন ওয়ার্কসপ ফর এডিটরস অব রিজিওনাল মিডিয়া আউটলেট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা।
ডিডব্লিউ একাডেমির সহযোগিতায় (২২-২৩) অক্টোবর ইনিস্টিটিউটের সভাকক্ষে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপনী করা হয়।
এতে সভাপতিত্ব করেছেন ইনিস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা।
সমাপনিতে কর্মশালার গুরুত্ব তুলে ধরে সভাপতির বক্তব্যে মহাপরিচালক মফস্বল সাংবাদকিদের উদ্দশ্যে বলেন, মফস্বল থেকে প্রচারতি সংবাদ সবসময় স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় র্পযন্ত আসে না। মফস্বলের সংবাদ আপামর জনগণ যেন জানতে পারে তিনি সে আহবান জানান।
সাংবাদকিদের নিয়ে এ আয়োজন পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলওে আশা ব্যক্ত করনে।
DW Akademie-র (বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান ) প্রোগ্রাম ডিরেক্টর মিজ প্রিয়া ইজেলবর্ন কর্মশালায় উপস্থিত ছিলেন।
তিনি বলেন “ This 2-day Workshop is to identify the problems and requirements of the regional journalists. We will design our further activities accordingly.

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখনে জাতীয় গণমাধ্যম ইইনিস্টিউটের অতরিক্তি মহাপরচিালক ফায়জুল হক, DW Akademie এর প্রতনিধি ফাহমিম ফরেদৌস ও পরচিালক (প্রশক্ষিণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ।
এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় গণমাধ্যম ইনিস্টিউটের উপপরচিালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ) আব্দুল মান্নান। তিনি র্কমশালা পরচিালক হসিবেে দায়ত্বি পালন করনে।
সমন্বয়ক হিসেবে ছিলেন সহকারী পরচিালক (গণযোগাযোগ প্রশক্ষিণ) সাইফুন্নাহার তন্বী।

দুদিনব্যাপী কর্মশালায় বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে গুজব প্রতিরোধে স্থানীয় সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকগণ রিসোর্সপার্সন হিসেবে দুদিনব্যাপী বিশদ আলোচনা করেন।
শেষদিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল।
কর্মশালায় সমগ্র দেশের ২৬ টি জেলার স্থানীয় পর্যায়ে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদক প্রকাশকরা অংশ গ্রহন করেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments