শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদে এবার ড. মোহাম্মদ হারুণ-অর-রশীদ যোগদান করেছেন। এর আগে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদে নিযুক্ত ছিলেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে নেত্রকোনা শেহাবির জনসংযোগ কর্মকর্তা এনামুল হক স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞিপ্তিতে উল্লেখ রয়েছে যে, নেত্রকোনা টিটিসিতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নবনিযুক্ত রেজিস্ট্রারের যোগদান উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে শেহাবির উপাচার্য অধ্যাপক গোলাম কবীর উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় নবনিযুক্ত রেজিষ্ট্রার বিশ্ববিদ্যালয়ের সকলের সাথে পরিচিতি সভায় সার্বিক উন্নযনের জন্য কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা কামানা করেন।