Saturday, November 2, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদসড়ক দুর্ঘটনা এড়াতে নিজের মানসিকতা পাল্টাতে হবে-ইলিয়াস কাঞ্চন

সড়ক দুর্ঘটনা এড়াতে নিজের মানসিকতা পাল্টাতে হবে-ইলিয়াস কাঞ্চন

সোহান আহমেদ:
সড়ক দুর্ঘটনা এড়াতে হলে সবার আগে নিজেদের মানসিক চিন্তা চেতনা পাল্টানোসহ রাষ্ট্রীয় ভাবে কঠোর উদ্যোগ নিতে হবে। নিজেদের সুরক্ষায় নিয়মনীতি মেনে চলার অভ্যাস তৈরি করতে হবে। তবেই দূর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

নেত্রকোণার দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিরাপদ সড়ক চাই (নিসচা) অর্থায়নে নির্মিত ঘর হস্তান্তর করতে এসে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।

বন্যায় গৃহহীনদের জন্য নির্মাণকৃত ঘরগুলোর আনুষ্ঠানিক হস্তান্তর উপলক্ষে দূর্গাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীতে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার বিকেলে বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল হলরুমে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এতে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই, দূর্গাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল আলম। এছাড়াও অন্যানের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদসহ আরও অনেকেই।

আলোচনায় নেত্রকোনার শ্যামগঞ্জ- দুর্গাপুর বিরিশি সড়কে দুর্ঘটনা প্রতিরোধে নানা দিকনির্দেশনা মূলক আলোচনা হয়। পরে ঘরগুলো হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

এ সময় উদ্বোধক ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে হলে সবার আগে নিজেদের মানসিক চিন্তা চেতনা পাল্টানোসহ রাষ্ট্রীয় ভাবে কঠোর উদ্যোগ নিতে হবে। নিজেদের সুরক্ষায় নিয়মনীতি মেনে চলার অভ্যাস তৈরি করতে হবে। তবেই দূর্ঘটনা এড়ানো সম্ভব হবে। সেইসাথে ঘরগুলো নির্মাণে বিনা পারিশ্রমিকে সার্বিক সহযোগিতা করায় দুর্গাপুর উপজেলা নিরাপদ সড়ক চাই সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, দুর্গাপুর শ্যামগঞ্জ বিরিশির সড়কটি ব্যস্ততম সড়ক। এতে ওভারলোড গাড়ি চলাচল করে। ফলে নষ্ট হচ্ছে সড়ক। ঘটছে দুর্ঘটনা। এ থেকে পরিত্রাণ পেতে হলে মালিক, শ্রমিক সংগঠন সহ স্থানীয় জনপ্রতিনিধি সুশীল সমাজ, দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। না হয় এই সড়কে দুর্ঘটনা প্রতিরোধ অনেকটাই অসম্ভব। আলোচনা শেষে কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজংএর আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments