সামাজিক অনাচার ও বৈষম্য রুখতে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সামাজিক আন্দোলন নেত্রকোনা শাখার আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় উকিল পাড়া প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর কার্যালয়ে আলোচনায় সভাপতিত্ব করেন শ্যামলেন্দু পাল।
আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বাধীন চৌধুরী। অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, দেবাশীষ সরকার। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ কমিটির সহ সাধারণ সম্পাদক মো. অহিদুর রহমান।
বক্তব্য রাখেন, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবীর সাজু, সেরার নির্বাহী পরিচালক এস এম মুজিবুর রহমান, সমাজকর্মী নাঈম সুলতানা লিবন, চিন্ময় তালুকদার, কামন্নাহার লিপি, আওলাদ হোসেন রনি, রোদসী চক্রবর্তী।