নেত্রকোনায় সরকারী শিশু পরিবার (এতিমখানা) আয়োজন করেছে শীতকালীন পিঠা উৎসবের।
আজ শনিবার সন্দ্যায় জেলা সদরের রৌহা ইউনিয়নের কুমড়ি গ্রামে অবস্থিত সরকারী শিশু পরিবারে (বালক) এই পিঠা উৎসবে শিশুদেরকে পিঠা খাইয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
শিশুরা যাতে নিজেদেরকে এতিম মনে না করে সে জন্য প্রতিবছর এমন শীতকালীন পিঠা উৎসবসহ খেলাধুলার আয়োজন করা হয়।
তারা পরিবারের মতোই যেন আনন্দ নিয়ে বেড়ে উঠতে পারে সেজন্য কতৃপক্ষ এই এমন আযোজন করে। এতে গ্রামীণ ১১ প্রাজাতির পিঠা নিজেরা তৈরী করে পরিবেশন কার হয়।
পিঠা উৎসব অনুষ্টানে শিশুদের মানসিক বিকাশের উপর গুরুত্তারোপ করে শিশু পরিবারের তত্বাবধায়ক তারেক হোসেনর সঞ্চালনায় সমাজসেবার উপ পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আলপনা বেগম, রৌহা ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাতেন।
এসময় বক্তারা বলেন, সমাজে অবকাঠামো উন্নয়নের চেয়ে মানুষের মানসিক উন্নয়ন বেশি গুরুত্বপূর্ন। যে কারনে সংস্কৃতি চর্চার বিকল্প নেই।
আর শীতকালীন পিঠা উৎসব বাঙ্গালির একটি আদি সংস্কৃতি। অর্থাৎ শিকড়ের আয়োজনগুলোর সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে হবে। তাদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে।
পরে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।