সংস্কৃতির উন্নয়ননে আওয়ামী লীগের সরকার কাজ করছে
নেত্রকোনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু সংস্কৃতি সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন।
বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের মোক্তারপাড়া সাধারণ গ্রন্থাগার হলরুমে অনুষ্ঠিত হয়েছে এই মত বিনিময়সভা।
এতে সকল সংগঠন অংশ গ্রহণ করেন।
সেইসাথে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধা ও নৌকার মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য মাঠে নামার অঙ্গীকার করেন।
এসময় প্রার্থী বলেন, নির্বাচিত হলে এই এলাকার সংস্কৃতি উন্নয়নে এবং নেত্রকোনা জেলার প্রকৃত সংস্কৃতি ফিরিয়ে আনতে সকল ধরনের কার্যকম করা হবে।
এসময় সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন।
সাইফুল্লাহ ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মিতালি সংঘের এটিএম রাজ্জাক, কবি সোহরাব উদ্দিন আকন্দ, রফিকুল ইসলাম আপেল, সাংবাদিক আলপনা বেগম, মনোয়ার হোসেন মামুন, পল্লব চক্রবর্তী, শুভ বণিক সহ অন্যরা।