Saturday, November 2, 2024
মূলপাতাঅন্যান্যসাদামাটি উত্তোলন বন্ধ ও নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা

সাদামাটি উত্তোলন বন্ধ ও নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা

নেত্রকোনার দুর্গাপুরে সাদামাটি উত্তোলন বন্ধ, সোমেশ্বরী নদী রক্ষায় আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার আয়োজনে পৌরশহরের বিরিশিরি জিবিসি ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টার হলরুমে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বেলার ময়মনসিংহ বিভাগীয় কোঅর্ডিনেটর গৌতম চন্দ্র চন্দনের পরিচালনায় ও দুর্গাপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ কামাল পাশার সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং সহ নদী তীরবর্তী এবং সাদামাটির অঞ্চলের বাসিন্দারা।

সভায় বক্তারা বলেন, গত ১৪ বছর নদী থেকে অবাধে অপরিকল্পিতভাবে ও নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনে সোমেশ্বরী নদীর করুন অবস্থা হয়েছে।
পুরো নদী এখন পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে।
তবে বেলার দায়ের করা মামলায় হাইকোর্টের নির্দেশে গত পাঁচ মাসের বেশি সময় ধরে নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে।
এতে নদীও প্রাকৃতিক রূপ ফিরে পেতে শুরু করেছে।

পাশাপাশি অপরিকল্পিতভাবে সাদামাটি উত্তোলন বন্ধ হওয়ায় একদিকে যেমন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে।
তেমনি পর্যটকের সংখ্যাও দিন দিন বাড়ছে।
প্রাকৃতিক পরিবেশ ও খনিজ সম্পদে যেনো আর কোনো ধ্বংস না চলে তার জন্য সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments