হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা-৩ কেন্দুয়া -আটপাড়া আসনের সাবেক সংসদ সদস্য আলী ওসমান খান ৭৪ বছর বয়সে গতকাল শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল ধানমন্ডিতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। মরহুম আলী ওসমান খানের মরদেহ তার পরিবারের সদস্যরা শনিবার ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কেন্দুয়ায় নিয়ে আসেন।
পরে দুপুর দুইটায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে স্বাস্থ্যবিধিমেনে সামাজিক দুরত্ব বজায় রেখে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর পর তার নিজ বাড়ি কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দুরচাপুর গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য: মরহুম আলী ওসমান খান,তিনি জিয়াউর রহমানের সময়ে ১৯৭৯ সালে বিএনপি থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৮৮ সালে হোসাইন মোহাম্মদ এরশাদের সময়ও তিনি একই আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।