ফয়েজ আহম্নদ হৃদয়, মদন:
সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মদনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার(১ জুন) মদন উপজেলা, পৌর সভা ও কলেজ শাখা ছাত্রলের উদ্যেগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাড়িতে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
মদন উপজেলা ছাত্রদলের আহব্বায়ক হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম পিপুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক শামীম আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সনি আকন্দ, সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহব্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব সাইমন আকন্দ লিমন, ছাত্রদল নেতা আব্দুল বারী হিরা, সুলতান শাহরিয়া সজল, মেহেদী হাসান পরশ প্রমূখ।
এ সময় উপজেলা যুব দলের আহব্বায়ক গোলাম রাসেল রুবেল, সদস্য সচিব মিজানুর রহমান আকন্দ হিমন, যুগ্ম আহব্বায়ক সাকের খান, পৌর যুবদলের সদস্য সচিব এনামূল হক, যুগ্ম আহব্বায়ক সানাউল হক সেকুলসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রায়হানুল হক।