Saturday, October 12, 2024
মূলপাতাঅন্যান্যসাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন

সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ

নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এতে উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
এছাড়া পৌর কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ, বণিক সমিতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুস শাদী চৌধুরী অপু প্রমুখ।

বক্তারা বলেন, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি ও সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকার অন্যায়ভাবে দীর্ঘ বছর ধরে কারাগারে আটকে রেখেছে। গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবার তাঁকে দ্রুত মুক্তি দেওয়া হোক। ভাটি বাংলার মানুষ প্রিয় নেতার মুক্তির প্রহর গুনছে। অন্যথায় আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নেত্রকোনা জেলা শহর, মদন, খালিয়াজুরী ও মোহনগঞ্জসহ বিভিন্ন শহর ও ইউনিয়নে লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে বিএনপি।
নেত্রকোনা তথা ভাটী বাংলার জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত লুৎফুজ্জামান বাবর।

উল্লেখ্য- লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা -৪ আসন থেকে (১৯৯১, ১৯৯৬ ও ২০০১) তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে সেনা সমর্থীত তত্বাবধায়ক আমলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২১ আগস্ট (২০০৪ সাল) গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলা এ দুটি মামলায় তাঁকে মৃত্যুদন্ড দেওয়া হয়। এদুটি ছাড়াও তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা দেয় আওয়ামী লীগ সরকার। সেই থেকে এখন পর্যন্ত কারাগারে রয়েছেন লুৎফুজ্জামান বাবর।

 

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments