সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
21.1 C
Netrakona
সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
মূলপাতাঅন্যান্যসামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যুবাদের নিয়ে প্রশিক্ষণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যুবাদের নিয়ে প্রশিক্ষণ

সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা শহরের মালনি শিবগঞ্জ রোডস্থ স্বাবলম্বী উন্নয়ন সমিতির (সাস) ড্রিম সেন্টারে ৩০ জন যুবক (নারী পুরুষ) এই প্রশিক্ষণে অংশ নেন।
শনিবার থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপি প্রশিক্ষণ চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।
স্বাবলম্বীর আয়োজনে মোহনগঞ্জ উপজেলার সাত ইউনিয়নের যুবকদের নিয়ে গঠিত এই যুব ফোরামে তথ্যের অপব্যবহার এবং সঠিক তথ্যের ক্রস চেক নিয়ে আলোচনা করা হয়।


দেশের চলমান পরিস্থিতিতে কোনটা সত্য কোনটা মিথ্যা এসব চেনার নানা কৌশল এবং ফেইসবুক টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার ও তার প্রভাব নিয়ে প্রশিক্ষণে অতিথি আলোচকরা আলোচনা করেন।
এছাড়া তিনদিন ব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করেন স্বাবলম্বীর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী সাবিনা ইয়াছমিন ও মনিটরিং অফিসার অনন্যা জ্যোতি৷
অতিথি আলোচক হিসেবে রোববার বিকালে প্রশিক্ষণে আলোচনা করেন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন পাল, সময় টেলিভিশনের জেলা রিপোর্টার আলপনা বেগম ও আইনজীবী পূরবী কুন্ড।
তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফল এবং কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এতে মিথ্যা তথ্য বা গুজব কিভাবে দ্রুত ছড়ায় এবং তা সামাজিক ভাবে অস্থিরতা তৈরি করে সেটিরও বিশ্লেষণ করেন।
কিভাবে এসকল যোগাযোগ মাধ্যম ব্যবহার করা গেলে অহিংস সমাজ গঠিত হয় তার গুরুত্ব তুলে ধরেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments