শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
30.6 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যসাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরদেরকে কোন ছাড় দেয়া হবে না- ডি আই জি

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরদেরকে কোন ছাড় দেয়া হবে না- ডি আই জি

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরদেরকে কোন ছাড় দেয়া হবে না বলেছেন ডি আই জি ড. মোঃ আশরাফুর রহমান।

আজ রোববার দুপুরে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

মতবিনিময় সভায় জেলার নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, বিদায়ী পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) মোঃ লুৎফর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগসহ আনুষাঙ্গিক অন্যান্য বিষয়ে ডিআইজি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও নেত্রকোনা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারীত্বের সাথে দুর্গাপূজা উদযাপনে দায়িত্ব পালন করবে মর্মে সকলকে আশ্বস্ত করেন এবং সকলের সহেযোগিতা কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments