দিলওয়ার খান, নেত্রকোনা
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”
এই স্লোগনকে সামনে রেখে জেলা প্রশাসন নেত্রকোনার আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর, সকালে জেলার সদর উপজেলাধীন জয়ের বাজারে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিহার করাও পুনঃব্যবহারযোগ্য (Re-usable) উপকরণ ব্যবহারের প্রচার অভিযান পরিচালনা করা হয়।
প্রচার অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিবুজামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার ,অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান, সিভিল সোসাইটি প্রতিনিধি মনিরুজ্জামান দুদু
পরিবেশ অধিদপ্তরের নেত্রকোনার উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বেলার নেটওয়ার্ক মেম্বার ও এআরএফবি চেয়াম্যান দিলওয়ার খানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, অন্যান্য সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ও অন্যান্য পরিবেশবাদী সংগঠনসহ একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালি শেষে বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিবর্গের মাঝে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়।