সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
14 C
Netrakona
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
মূলপাতাঅন্যান্যসিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিহারকরার  প্রচার অভিযান 

সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিহারকরার  প্রচার অভিযান 

দিলওয়ার খান, নেত্রকোনা

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”
এই স্লোগনকে সামনে রেখে জেলা প্রশাসন নেত্রকোনার আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর, সকালে জেলার সদর উপজেলাধীন জয়ের বাজারে  সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিহার করাও পুনঃব্যবহারযোগ্য (Re-usable) উপকরণ ব্যবহারের প্রচার অভিযান  পরিচালনা করা হয়।

প্রচার অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক বনানী বিশ্বাস,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিবুজামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার ,অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান,  সিভিল সোসাইটি  প্রতিনিধি  মনিরুজ্জামান দুদু
পরিবেশ অধিদপ্তরের নেত্রকোনার উপ সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল মামুন, বেলার নেটওয়ার্ক মেম্বার ও এআরএফবি চেয়াম্যান  দিলওয়ার খানসহ  জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, অন্যান্য সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ,  ও অন্যান্য পরিবেশবাদী সংগঠনসহ একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালি  শেষে বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিবর্গের মাঝে  সিঙ্গেল ইউজ প্লাস্টিক বিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments