সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ বিজিবি ব্যাটেলিলিয়ন নেত্রকোনার আয়োজনে শনিবার সকালে সীমান্ত উপজেলা কলমাকান্দার লেঙ্গুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিএসসি।
এ সময় তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান বন্ধে বিজিবি আগের চেয়ে অনেক সক্রিয় ভূমিকায় রয়েছে।
যেকোনো মূল্যে চোরাচালান বন্ধে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান।
সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী, কলমাকান্দা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন প্রমুখ।