নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদ বিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে বিজিবি’র জোয়নরা মালিকবিহীন ২১৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত এসকল ভারতীয় মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য, গত শনিবার (১১জানুয়ারী) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দার ববরুয়াকোনা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত ইউনিয়ন রংছাতির পাতলাবন নামক এলাকা থেকে মালিকবিহীন ৪৭ বোতল ভারতীয় আইস ভদকা এবং এমসি ডোয়েলস মদ উদ্ধার করে। একই সময় দেওয়া অন্য একটি বিজ্ঞতিতে জানান, রবিবার (১২ জানুয়ারী) ভোরে চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একট বিশেষ দল নেত্রকোনার দুর্গাপুর পুর্বধলা সীমান্ত দিয়ে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বগাঝড়া নামক এলাকায় অভিযান করে ১৬৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করে। উদ্ধারকৃত আইস ভদকা’, ‘রয়েল স্ট্যাগ’, ‘এসি ব্যাক’, ‘অফিসার্স চয়েজ’ ও ‘এমসি ডোয়েলস’ নামক ব্র্যান্ডের মদ জব্দ পরবর্তী সময়ে সিজারলিষ্ট শেষে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করবে বিজিবি।