নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুরে সোর্সের বাড়িতে খাটের নীচে মিলল ৫৩ বোতল ফেনসিডিল। এ ঘটনায় দুর্গাপুর থানার পুলিশ এনামুল হক (৪৫) কে আটক করেছে।
মঙ্গলবার রাতে উপজেলার সাধুপাড়া এলাকায় পুলিশের সোর্স পরিচয় দানকারী এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এনামুল কোন সোর্স নয়। একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাত্র।
গোপন খবরের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২০ জুন) রাতের পৌর শহরের সাধুপাড়া এলাকায় নিজ বসত ঘরের অভিযান পরিচালনা করা হয়। এসময় খাটের নিচ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটককৃত এনামুল উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেব পাড়া গ্রামের আহসানুল্লাহ হকের ছেলে।
অন্যদিকে স্থানীয়রা জানান, র্দীঘ ধরে এনামুল হক পুলিশের সোর্স হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলো। সেইসাথে দু্ একজন পুলিশের সাথেও তাকে নিয়মিত দেখা যেতো বলে তারা দাবী করেন।
যদিও এনামুল হক পুলিশের সোর্স নয় বলে অস্বীকার করেছেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. নূরুল আলম। তিনি জানান, এনামুল পৌর শহরের সাধুপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাসের পাশাপাশি মাদক দ্রবের বিক্রি করতো।
আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, এনামুল হক একজন চিহ্নিত মাদক কারবারির সদস্য। সে কোনো পুলিশের সোর্স নয়। তাছাড়া আইন সবার জন্য সমান। সোর্স হোক কিংবা সাধারণ মাদক ব্যবসায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না।