‘নেত্রকোনা গণগ্রন্থাগারে জ্ঞানচর্চার আলোকে অনুষ্ঠিত হলো বিতর্ক প্রতিযোগিতা’
নাজমা আলী
বর্ষ সমাপনী-২০২৩ বিতর্ক অনুষ্ঠান ”মুনাফা বাজ ব্যবসায়ীদের সীমাহীন লোভই বাজার নিয়ন্ত্রণের প্রধান অন্তরায়”-শিরোনামে সোমেশ্বরী পক্ষদল ও কংস বিপক্ষদলের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন স্কুল ও কলেজ শিক্ষার্থীরা।
২২ ডিসেম্বর, ২০২৩ শুক্রবার সকাল ১১ টার সময় নেত্রকোনা জেলা গণগ্রন্থাগারের দ্বিতীয়তলায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতা মুলত জ্ঞান চর্চা ও মেধা মননশীলকে উন্নত করা, সৎ চিন্তা, একজন প্রকৃত ভালো মানুষ হওয়া। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি চমৎকার বার্তা দেওয়ার মতোই।
এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনায় উঠে আসে বর্তমান সময়ের বাজারজাত দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি, কালোবাজারি, মুনাফা ও মূলধন ইত্যাদি বিষয়সমুহ।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ গ্রন্থাগারের সহ সভাপতি এডভোকেট মো. আব্দুল হান্নান রঞ্জন।
আয়োজনে সভাপতিত্ব করেন বিতর্ক চর্চা কেন্দ্রের পরিচালক সহকারী অধ্যাপক মোঃ নাজমুল কবীর সরকার।
এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল (ইত্তেফাক) ।
বিতর্ক চর্চা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো সময় টিভি।
শেষে শ্রেষ্ঠ তার্কিক ও বিজয়ী দলের মাঝে উপহার তুলে দেন অতিথি এবং বিচারক মন্ডলী।