সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
14 C
Netrakona
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
মূলপাতাঅন্যান্যস্তব্ধ নেত্রকোনা পালিত

স্তব্ধ নেত্রকোনা পালিত

নেত্রকোনায় দুই মিনিট “স্তব্ধ নেত্রকোনা” পালিত হয়েছে। রবিবার সকালে শহরের অজহর রোডের উদীচী কার্যালয় ও শতদল গোষ্ঠীর সামনে ট্রাজেডি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সড়কে দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

২০০৫ সালে উদীচীতে উগ্রবাদী গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলায় নিহদের স্মরণে ৮ ডিসেম্বর নেত্রকোনা ট্রাজেডি দিবস পালিত হয়। এতে সকল সাংস্কৃতিক সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়। এসময় প্রতিবাদী সংগীত পরিবেশন করে।

উল্লেখ্য, গত ২০০৫ সনে ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনার জন্য উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে রিহার্সালের সময় আত্মঘাতী বোমা চালায়। ওই হামলায় উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলি, ম্টোর মেকানিক যাদব দাস, রানী আক্তার, ভিক্ষুক জয়নাল, আফতাব উদ্দিন, রইছ মিয়া ও আত্মঘাতি কিশোর নিহত হন। আহত হয়েছিলেন অর্ধশতাধিক।
এরপর থেকে দিবসটিতে সন্ত্রাস, সাম্প্রদায়িক মৌলবাদের বিরুদ্ধে শহরবাসী একাট্টা হয়ে স্তব্ধ নেত্রকোনা পালন করে আসছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments