Thursday, December 5, 2024
মূলপাতাঅন্যান্যস্বৈরাচারী খুনি হাসিনা সরকারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র...

স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে

নেত্রকোনায় জেলা শ্রমিক দল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেছেন, স্বৈরাচারী খুনি হাসিনা সরকার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে।

এখনও আন্দোলন শেষ হয়ে যায়নি। সংস্কার কাজ দ্রæত শেষ করে আগামী দেড় দুই বছর পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলেই চলমান আন্দোলন শেষ হবে বললেন তিনি। শনিবার স্থানীয় পাবলিক হলে শ্রমিক দলের কর্মীসভায় শ্রমিকদলসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানান। তিনি এসময় আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু অনেক কাজ বাকী আছে। নেত্রকোনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আকিকুর রেজা খান খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের সঞ্চালনায় কর্মী সভা উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিপি এডভোকেট মাহফুজুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদী আলী খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতী দলের সভাপতি সাইফুদ্দিন খান লেলিন ও শ্রমিক দলের নেতা শিবলী সাদিক প্রমূখ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments