নেত্রকোনার দুর্গাপুরে ফার্মের প্রহরিকে হত্যা করে গরু ডাকাতির ঘটনায় আটক তিনজনের মধ্যে একজন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব।
গ্রেফতারকৃত তিনজনের মধ্যে মো. আব্দুল আওয়াল (৩২) দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ৬ নং ইউনিয়নের যুবদলের সদস্য সচিব। জানা গেছে , গত ৬ মার্চ একই ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তায় হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরী ফার্মে জয়নাল উদ্দিন (৫৫) নামের প্রহরীকে শ্বাসরোধ করে হত্যার পর ১১ টি গরুর মধ্যে ৭টি গরু ডাকাতি করে।
এ ঘটনায় নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে দুর্গাপুর থানায় ৮ মার্চ ডাকাতি ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে ১০ মার্চ তিনজনকে গ্রেফতার করে।
এদিকে পরদিন ১১ মার্চ জেলা পুলিশের আয়োজনে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের কাছে ডাকাতির বিষয়টি পরিস্কার করে।
পুর্ব পরিকল্পনা মতো ডাকাতরা ওই ফার্মে ডাকাতির সময় প্রহরীকে সিমেন্টের পালার সাথে বেধে শ্বাসরোধ করে হত্যার পর গরুগুলো লুট করে শ্যামগঞ্জ বাজারের দিকে ভোররাতে নিয়ে যায়।
এঘটনায় গ্রেফতার করা হয় প্রথমে দোলন মিয়া (২৮) কে।
দোলন স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে ম্যাজিস্ট্রেটের সামনে ঘটনার বর্ণণা দেয় বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
পরে আ. মান্নান (৪২) ও আব্দুল আওয়াল (৩২) নামের আরও দুই ডাকাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
অন্যদিকে ১১ মার্চ দুপুরে দুর্গাপুর উপজেলার বিভিন্ন জনের ফেইসবুক আইডিতে জাতীয়তাবাদী যুবদলের পেডে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম কাইয়ুম ও সদস্য সচিব ইউছুফ খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে মো আব্দুল আওয়ালকে দল থেকে বহিস্কারাদেশ দেয়া হয়। তবে ১১ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে গত ৭ মার্চ স্বাক্ষর থাকায় জনমনে নানা প্রশ্নের উদ্বেগ ঘটে।