নেত্রকোনার হাওরাঞ্চল মদনের গোবিন্দশ্রী হাওরের সুজন বাজারে হ্যান্ডট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে ২ নিহত হয়েছেন। এয়ে আহত হয়েছেন আরও ৫ জন। নিহত দুজনের বাড়িই পাশ্ববর্তী উপজেলা খালিয়াজুরীর জগন্নাথপুর গ্রামে।
বুধবার গভীর রাতে মদন উপজেলায় ওরস দেখে হ্যান্ডট্রলিযোগে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, তারা বাড়ি ফেরার পথে মদনের গোবিন্দশ্রী হাওরের সুজানগর গ্রামে হ্যান্ডট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ট্রলিতে থাকা ১০ থেকে ১২ জনের মধ্যে ঘটনাস্থলেই নিহত আদম আলী (৪০) ও রাসেল মিয়া (১৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাদেরকে ময়মনসিংহে প্রেরণ করে। এদিকে একই গ্রামে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকজুরে শোকের ছায়া নেমে এসেছে। খালিয়াজুরী সার্কেল ও মদন থানার ওসি বৃহস্পতিবার দুপুরে স্বনজদের নিকট লাশ হস্তান্তর করেন।