নেত্রকোনায় বেলার আয়োজনে হাওর ও নদী নিয়ে পরিবেশগত প্রেক্ষাপট ও প্রভাব শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে সংলাপের আয়োজন করেছে বেলার নেটওয়ার্ক প্রকল্প।
বেলার নেটওয়ার্ক সভাপতি সাংবাদিক দিলওয়ার খানের সভাপতিত্বে বেলার কো অর্ডিনেটর এম এ মামুনের বক্তব্য উপস্থাপনের উপর আলোচনা করা হয়। এতে জেলা প্রশাসক বনানী বিশ্বাস প্রধান অতিথি হিসেবে শহরের মগরা নদী, সোমেশ্বরী নদী নিয়ে বিষদ আলোচনা করেন।
জেলার কৃষি বিভাগ, স্থানীয় সরকারী প্রকৌশলী, সওজ, পরিবশে অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
এসময় বালু ব্যবসায় জড়িতরা সোমেম্বরী নদীর ইজারা চালু করে পুনরায় বালু ব্যবসাকে উন্মুক্ত কের লুটপাটের ব্যবস্তার জন্য হট্টগোল তৈরী করেন। বেলা করা মামলায় সোম্বশ^রী নদীতে ইজারা বন্ধ থাকায় নদীতে প্রাণ ফিরায় স্থানীয় এবং পরিবেশবিদরা খুশি হলেও বালুখেকোদের মাঝে দেখা গেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
পরিবেশবাদীদের দাবী ব্যাক্তি ইজারা হয় বাতিল করতে হবে নয় নদীর হাউড্রোগ্রাফি জড়িপ করে পরিবেশ বান্ধব বালু উত্তোলনের মেশিন লাগাতে হবে। এসময় মগড়া নদী কেন অবৈধ দখল উচ্ছেদ হচ্ছে না এ নিয়েও আলোচনা হয়।