সারাদেশে যখন করোনা রোগীদের জায়গা দেয়া যাচ্ছে না হাসপাতালে এমন অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে করোনা ওয়ার্ড থাকলেও আজঅব্দি সেবা নেয়নি কেউই। ১০০ শয্যার হাসপাতালটিতে নানা অব্যস্থাপনায় করোনা ইউনিটটি পড়ে আছে তালাবদ্ধ অপরিছন্ন পরিবেশে। জেলা প্রশাসক, পৌর মেয়রসহ প্রতিনিয়ত করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও এখানে চিকিৎসা নেয়নি কেউ। এমন অবস্থায় জেলার সিভিল সার্জন বলছেন সরকারী প্রজ্ঞাপন পেয়েই মিটিং করে সচেতনতার কাজ করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ