সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ:
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে হেরোইন ও ইয়াবাসহ শাহীন খান পাঠান ওরফে রেনু পাঠান (৫১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার রাত ২টার দিকে পৌরশহরের টেংগাপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক রেনু পাঠান পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৃত. হাজী মোসলেম উদ্দিন খান পাঠান ওরফে দারোগ আলীর ছেলে। রেনু পাঠানের বিরুদ্ধে মাদক ও মারামারিসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রেনু পাঠান একজন চিহ্নিত মাদক কারবারি। টেংগাপাড়া এলাকায় খাদ্য গুদামের অদূরে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। এমন গোপন খবরে শুক্রবার রাত দুইটার দিকে এসআই শেখ রাসেলের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে পৌছতেই পুলিশ দেখে রেনু পাঠান দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ও ৪২ পুড়িয়া (৫ গ্রাম) হেরোইন পাওয়ার পর তাকে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রেনু পাঠানের বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে। এ ঘটনার তার বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।