Sunday, October 13, 2024
মূলপাতাঅন্যান্য১৪ ঘন্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে যানবাহন চলাচল শুরু

১৪ ঘন্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে যানবাহন চলাচল শুরু

৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ময়মনসিংহ- নেত্রকোনা সড়কের অবরোধ তুলে নিয়েছে পরিবহন শ্রমিকরা। শনিবার দুপুর দেড়টায় ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন কাশিগঞ্জ বাজারে শ্রমিক অফিসে শ্রমিকদের সাথে বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

অবরোধ তুলে নেয়ায় ১৪ ঘন্টা পর ময়মনসিংহ- নেত্রকোনা সড়কে যানবাহন চলাচল শুরু হয়। নির্যাতনের শিকার ট্রাক চালক দেলোয়ার হোসেন জানান, শ্যামগঞ্জ – পূর্বধলা সড়কের জালশুকা রেলক্রসিং পার হওয়ার সময় পিছন থেকে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের গাড়ি ওভারটেক করার সিগন্যাল দেয়। সাইডে অটোরিকশা থাকায় সাইড দিতে দেরী হওয়ায় সংসদ সদস্যের গাড়ি চালক ট্রাক আটকে তাকে ও তার সহকারীকে মারধর করে ট্রাক পুলিশ ফাঁড়িতে আটকে রাখে।

পরে মারধরের ঘটনার প্রতিবাদ ও সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের গাড়ী চালকের বিচার দাবীতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তারাকান্দার কাশিগঞ্জে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে।  অবরোধের কারনে সড়কের দু’পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। অসহনীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরিবহন শ্রমিকরা জানান, ৪৮ ঘন্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্খা নেয়া না হলে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় আবারও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments