Tuesday, January 14, 2025
16.8 C
Netrakona
মঙ্গলবার, ১৪, জানুয়ারি, ২০২৫
মূলপাতানেত্রকোনার সংবাদ২০ কেজি গাঁজা ও নগদ টাকা নিয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ দুই কারবারী আটক

২০ কেজি গাঁজা ও নগদ টাকা নিয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ দুই কারবারী আটক

নেত্রকোনার কেন্দুয়ার চিহ্নিত মাদক কারবারীকে ২০.৫ কেজি গাঁজা নিয়ে সহযোগিসহ আটক করেছে র‌্যাব ময়মনসিংহ ১৪। আটকদের কাছ থেকে নগদ টাকা ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার ভোরে ঢাকার গাজীপুর মেট্রোপলিটন সদর থানার মৌবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হচ্ছে মাদক কারবারী নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনয়নের মকবুল হোসেনের ছেলে আব্দুল হক (৪২) ও নাটোর জেলার লালপুরের সাপান সরকারের ছেলে মো. তসলিম উদ্দিন (৫০)।

রবিবার সকালে ময়মনসিংহ র‌্যাবের সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া অফিসার) মো আনোয়ার হোসেন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের খবরে র‌্যাব-১৪ এর একটি চৌকস গাজীপুর মেট্রোপলিটন সদর থানাধীন মৌবাগ ১নং রোডের জনৈক মোঃ আঃ সাত্তার এর মালিকানাধীন ৫ তলা বিল্ডিংয়ের নিচ তলায় ভাড়াটিয়া মোঃ তামিমের ভাড়া বাসা তল্লাশীকালে শয়ন কক্ষের ভিতরে থাকা দুজনকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ২০.৫ কেজি গাঁজা ও আসামীদের দেহ তল্লাশী করে মাদকদ্রব্য বিক্রির নগদ- ৪,৬০০/- টাকা এবং মাদকদ্রব্য বহনে ব্যবহৃত লাল কালো রংয়ের ১৫০ সিসি একটি মোটর সাইকেল উদ্ধার করে করত জব্দ করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে বলে র‌্যাব নিশ্চিত করে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments