সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
13.3 C
Netrakona
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
মূলপাতাঅন্যান্য২৮ আওয়ামী লীগের নেতকর্মীর নেত্রকোনায় হাজিরা জামিন না মঞ্জুর করে জেল হাজতে...

২৮ আওয়ামী লীগের নেতকর্মীর নেত্রকোনায় হাজিরা জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ

আদালতে হাজিরা দিতে এসে জেল হাজতে গেলেন নেত্রকোনার মদনের ২৮ নেতাকর্মী।

৫ অগস্ট পরবর্তী একটি বিস্ফোরক মামলায় হাজিরা দিতে আসলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন আদালতের বিচারক। রবিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান শুনানি শেষে আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করেছেন।

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর ২০২৪ সনে মদন উপজেলার চাঁচগাও চকপাড়া গ্রামের মো. শামছুল হক বাদী হয়ে ৩৯ নেতাকর্মীকে আসামি করে মদন থানায় মামলাটি দায়ের করেন। বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় ৩৯ জন আসামির মধ্যে ২৮ জন জামিন আবেদন নিয়ে হাজিরা দিতে এসেছিলেন রবিবার দুপুরে। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলার পর্যালোচনা শেষে প্রত্যেকের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিদের সকলেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদধারী নেতাকর্মী। তবে ২৮ জনের মধ্যে বুলবুল মিয়া নামের একজনের বয়স কম থাকায় তাকে আলাদা সংশ্লিষ্ট হাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত।

আসামিরা হলেন, ছন্দু মিয়া (১ নং আসামী), আল আমিন (৩ নং আসামী), সেলিম (৪ নং আসামী), জিয়াউল করিম (৫ নং আসামী), মিজানুর রহমান মিলন (৭ নং আসামী), আমির হামজা (৮ নং আসামী), আবুল কালাম আজাদ (৯ নং আসামী), এরশাদ তালুকদার (১১ নং আসামী), আনোয়ার হোসেন (১৪ নং আসামী), শফিকুল ইসলাম (১৫ নং আসামী), গোলাম কিবরিয়া (১৭ নং আসামী), কোহিনুর (১৯ নং আসামী), শহিদুল ইসলাম (২০ নং আসামী), শফিকুল ইসলাম (২১ নং আসামী), আল আমিন (২৩ নং আসামী), হাদিছ মিয়া (২৪ নং আসামী), সাফায়েত উল্লাহ রয়েলে (২৫ নং আসামী), খাইরুল ইসলাম (২৬ নং আসামী), মহিদুল ইসলাম মামুন (২৭ নং আসামী), এখলাছ খা (২৮নং আসামী), নূর খা (২৯ নং আসামী), মদন পৌনসভার সাবেক মেয়র আব্দুল হান্নান শামীম (৩০ নং আসামী), সাত্তার মিয়া (৩১ নং আসামী), আনোয়ার হোসেন আনু (৩৭ নং আসামী), অকুল (৩৮ নং আসামী) ও রফিকুল ইসলাম (৩৯ নং আসামী)।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments