নবাব নামের বিশাল আকৃতির এই গরুটি। নিজেদের গুহালে জন্ম নেয়া ব্রাহামা জাতের একটি বাছুর গেল ৪ বছর অত্যান্ত যত্ন সহকারে লালন পালন করেছেন ৪ ভাই। ছোট থেকে গরুটির স্বভাবের সাথে মিল রেখে নাম রেখেছেন নবাবা। বর্তমানে গরুটির উচ্চতা ৫ ফুট ওজনে প্রায় ১১শ কেজি।
বিশাল আকৃতি সম্পন্ন গরুটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। ভালো দাম পেলে বাড়িতে রেখেই নবাবকে বিক্রি করতে চাইছেন মালিক।