Thursday, December 5, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় ডিবির অভিযানে ৭৫০ কেজি চিনিসহ দুজন আটক

নেত্রকোনায় ডিবির অভিযানে ৭৫০ কেজি চিনিসহ দুজন আটক

নেত্রকোনার সীমান্ত দিয়ে অবৈধভাবে চিনি নেয়ার সময় ডিবি (পশ্চিম) এর একটি টিমের বিশেষ অভিযানে চিনি বোঝাই পিকাপ ভ্যান তল্লাশি করে ৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এসময় চিনি পাচারের দায়ে পেশাদার দুই চিনি ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর কোর্টে সোপর্দ করা হয়।
রবিবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে জেলা পুলিশের ভেরিফাইড ফেইসবুক পেইজে পোষ্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার মো. ইফিলের ছেলে ছামিম আহমেদ রেজভি (২৪) এবং পিকাপ চালক ওই এলাকার মো. শাহজাহানের ছেলে মো. আবুল (৩৮)।
পুলিশের ডিবি (পশ্চিম) ওসি শাহনুর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের খবরে আমাদের একটি টিম বিকাল পোনে তিনটার দিকে পূর্বধলা থানাধীন জারিয়া সাকিনসহ নিরিবিলি হোটেলের সামনে পিকাপের পথরোধ করি। পরে পিকআপ গাড়ীসহ ৭৫০ (সাতশত পঞ্চাশ) কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় পেশাদার চোরাচালানকারী দুজনকে আটক করে থানায় মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে। তারা দুজনই বিভিন্ন এলাকা দিয়ে এই চোরাচালান ব্যবসা করে আসছিলো।

 

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments