নেত্রকোনায় সাত দফা দাবীতে ছাত্র সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন জেলা সংসদ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের ছোটবাজার শহীদ মিনারের সামনে এই সমাবেশ করেছে ছাত্র নেতারা। এতে সাত দফা দাবী সম্বলিত নানা ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা অংশ নেয়।
পরে ঘন্টা ব্যাপী ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি পার্থ প্রতিম সরকার, সম্পাদক তানভীর মোকাম্মেল, সাংগঠনিক সম্পাদক তামিম রহমানসহ অন্যরা।
এসময় করোনাকালীন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মওকুফ, অনলাইন ক্লাসের ক্ষেত্রে স্মার্ট ডিভাইস, গতিশীল ইন্টারনেট, মানস্মত শিক্ষা নিশ্চিত করন, ভর্তি প্রক্রিয়া ও বৈষম্যমূলক এডমিশন প্রক্রিয়া বন্ধ করা, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলো কার্যকরী ভাবে চালু করে চিকিৎসা সেবা নিশ্চিত করা, বিনামূল্যে করোনা টেস্টের ব্যাবস্থা করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও শিক্ষা সংশ্লিষ্ট পণ্যের দাম কমানো ও অনার্স কলেজ সমূহে ছাত্র ছাত্রীদের আবাসন নিশ্চিত করার দাবী জানান।